গগনে গরজে মেঘ..... আষাঢ়ে বাদল নামে
আমার বর্ষার কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গগনে গরজে মেঘ নামিল বাদল,
রিমিঝিমি রিমঝিম ঝরে অবিরল।
বৃষ্টি পড়ে টুপটাপ সারাদিন ধরে,
নদীঘাট পথমাঠ জলে গেছে ভরে।


অবিরাম বারি ঝরে সারাদিন ধরে।
জলে ভিজে নববধূ চলে নিজ ঘরে।
কাজল দিঘির ঘাটে আকাশ আঁধার,
মরাল মরালী জলে কাটিছে সাঁতার।


আকাশের বুক চিরে ঝলিছে বিজুলি,
ঝড়ে দেখি তরুশাখা উঠিতেছে দুলি।
ভেঙে গেছে নদীবাঁধ গাঁয়ে ঢুকে জল,
জল ঢুকে পথ ঘাট হয়েছে পিছল।


উঠিছে প্রবল ঢেউ অজয়ের জলে,
তরীখানি ঘাটে বাঁধি মাঝি গেছে চলে।
অজয় নদীর জলে দারুণ প্লাবন,
আষাঢ়ের কাব্য আজি লিখিল লক্ষ্মণ।