গগনে গরজে মেঘ..... আষাঢ়ে বাদল নামে
আমার বর্ষার কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অবিরাম জল ঝরে সারাদিন ধরে,
রিমঝিম টুপটাপ কত শব্দ করে।
ঝরিছে বাদল ধারা অঝোর ধারায়,
মেঘের গর্জন গগনেতে শোনা যায়।


বিজুলি ঝলসি উঠে গগনের গায়,
অবিরাম ঝরে বৃষ্টি মুষল ধারায়।
রাঙীগাই ভিজে দেখি পুকুরের পাড়ে,
বাছুরীটি নাই তার হাম্বা ডাক ছাড়ে।


কাজলা দিঘির জলে হাঁসগুলি চরে,
জল নিয়ে কলসীতে বধূ আসে ঘরে।
মাঠে মাঠে চাষী সব চষিছে লাঙল,
অবিরাম বারিধারা ঝরে অবিরল।


অজয়ের নদীঘাটে কেহ নাহি আজি,
তরীখানি বেঁধে রেখে চলে গেছে মাঝি।
পথ ঘাট মাঠ সব জলে ভরে যায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।