গগনে গরজে মেঘ..... আষাঢ়ে বাদল নামে
আমার বর্ষার কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ে বাদল নামে বারিধারা ঝরে,
রিমঝিম বৃষ্টি পড়ে সারাদিন ধরে।
ঘন ঘন মেঘ ডাকে চমকে বিজুলি,
পুকুরের পাড়ে ডাক ছাড়ে ভেকগুলি।


পথেঘাটে জলকাদা চলা ভারি দায়,
বিজুলি চমকি উঠে আকাশের গায়।
বহিছে গাঁয়ের পথে ঘোলা কাদাজল,
টুপুর টাপুর বৃষ্টি ঝরে অবিরল।


অজয়ের নদীঘাটে কেহ নাহি আজি,
নৌকাটি বেঁধে রেখে চলে গেছে মাঝি।
নদীতে প্রবল বন্যা নদী উঠে ফুলে,
নদীঘাট ফাঁকা কেহ নাহি নদীকূলে।


অবিরত জলধারা ঝরে অবিরাম,
সারারাত বারি ঝরে নাহিক বিরাম।
আষাঢ়ে বাদল নামে প্রবল বর্ষণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।