গগনে গরজে মেঘ..... আষাঢ়ে বাদল নামে
আমার বর্ষার কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ে বাদল নামে কালিমাখা মেঘে,
পথের দুধারে জল বহে দ্রুতবেগে।
পথ ঘাট নদী দিঘি মাঠ ভরে জলে,
মাথায় বাঁশের ছাতি চাষী মাঠে চলে।


জলে ভিজে মাঠে চলে গাঁয়ের রাখাল,
সারাদিন ভিজে মাঠে নিয়ে গরুপাল।
কাজলা দিঘির ঘাটে বুনো হাঁস ভাসে,
রোজ জলে ডুব দিতে পানকৌড়ি আসে।


ওই শোনো বাজ পড়ে কড় কড় রবে,
বাহিরে থেকোনা আজি ঘরে এসো সবে।
বরষায় জলে ভিজে আজি রাঙীগাই,
হাম্বা হাম্বা ডাক ছাড়ে বাছুরীটি নাই।


অজয় নদীতে বান নদী উঠে ফুলে,
নদীমাঝ হতে তরী মাঝি আনে কূলে।
আষাঢ়ের মাসে আসে প্রবল প্লাবন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।