অজয় নদীর তীরে...... পাখিরা গাহিছে নীড়ে
অজয় নদীর কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর পারে ছোট গ্রাম দুইধারে
মাঝখানে বহিছে অজয়,
পূব-আকাশের গায় রবি কিরণ ছড়ায়
জলছবি যেন মনে হয়।


অজয়ের নদীজল হয় অতি সুশীতল
কুলু কুলু সদা বয়ে চলে,
অজয় নদীর ঘাট রবিবারে বসে হাট
হাটুরেরা নামে নদীজলে।


অজয় নদীর তীর নদীতটে জমে ভিড়,
দোকানীরা দোকান সাজায়,
রবিবারে হাট বসে ক্রেতা বিক্রেতারা আসে
চাল ডাল সকলি বিকায়।


কেহ আনে ডালি ঝুড়ি কেহ বেচে রাঙাচুড়ি
সারাদিন বেচাকেনা চলে,
অজয় নদীর কাছে বড় বটগাছ আছে
হাট বসে বটগাছ তলে।


বেলা যবে আসে পড়ে চলে রাঙাপথ ধরে
হাট থেকে হাটুরেরা ফিরে,
পূর্ণিমার চাঁদ উঠে আকাশেতে তারা ফুটে
রাত্রি নামে অজয়ের তীরে।