অজয় নদীর তীরে...... পাখিরা গাহিছে নীড়ে
অজয় নদীর কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর তীরে পাখিরা গাহিছে নীড়ে
পূবে রবি ছড়ায় কিরণ,
নদীতটে তরুশাখে কিচিমিচি পাখি ডাকে
পাখিদের মধুর মিলন।


যাত্রীসব দলে দলে পার হয় নদীজলে
হাঁটুজলে পার হয় গাড়ি,
গাড়িতে বসিয়া বধূ চারিদিকে চায় শুধু
চলে গাড়ি নদীঘাট ছাড়ি।


ছেলেরা সাঁতার কাটে অজয় নদীর ঘাটে
গাঁয়ের বধূরা স্নান করে,
নদীজলে স্নান সেরে বধূরা গাঁয়েতে ফেরে
জল নিয়ে চলে নিজ ঘরে।


বেলা পড়ে আসে যবে পাখিদের কলরবে
নদীঘাট ভরে কোলাহলে,
অজয় নদীর ঘাটে তপন বসিল পাটে
সোনালী কিরণ ঝরে জলে।


সাঁঝের আঁধার নামে দীপ জলে দূরে গ্রামে
সাঙ্গ হয়ে দিবসের খেলা,
পূর্ণিমার চাঁদ উঠে লক্ষ লক্ষ তারা ফুটে
জোছনায় তারাদের মেলা।