শ্রাবণে নামিল বাদলধারা...অজয় বহিছে পাগলপারা
অজয় নদে এল বান (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


দুরন্ত বরিষা নামে আকাশ আঁধার,
কালিমাখা কালমেঘ ছাড়িছে হুঙ্কার।
বিজুলি চমকি উঠে গগনে গগনে,
মাঠ জলে ভরে যায় প্রবল বর্ষণে।


জলে ভিজে গ্রাম্যবধূ দিঘি ঘাটে যায়,
জল নিয়ে আসে ঘরে ঘোমটা মাথায়।
ছাত্রছাত্রী ছাতা নিয়ে যায় বিদ্যালয়,
কেহ ভিজে ভিজে যায় বৃষ্টির সময়।


পথে কত জলকাদা হয়েছে পিছল,
হাঁটুজলে হাঁসগুলি করে কোলাহল।
শ্রাবণে বাদল ধারা ঝরে অবিরাম,
বরষার উত্সবে মাতে সারা গ্রাম।


প্লাবনের জলে উঠে কূল ভাঙা ঢেউ,
দারুণ বাদলে আজি কূলে নাই কেউ।
নদীতে দারুণ স্রোত জলের গর্জন।
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।