শ্রাবণে নামিল বাদলধারা...অজয় বহিছে পাগলপারা
অজয় নদে এল বান (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নামিল বাদল ধারা শ্রাবণের মাসে,
বরষার জলে পথ মাঠ ঘাট ভাসে।
শ্রাবণে বাদল নামে ঝর ঝর ঝরে,
রিমঝিম বৃষ্টি ঝরে সারাদিন ধরে।


গাঁয়ের পথের ধারে জল জমা হয়,
সেই জলে ব্যাঙ ডাকে বৃষ্টির সময়।
বাড়ির উঠানে জমে এক হাঁটু জল,
লাফায় উঠানে ছোট শিশুরা সকল।


মাথায় বাঁশের ছাতা গাঁয়ের রাখাল,
রাঙামাটি পথে চলে নিয়ে গরুপাল।
জমিতে লাঙল চষে, চাষীরা সকল,
মাটিতে ফলায় সোনা সোনার ফসল।


অজয় নদীর ঘাটে মাঝি খেয়া বায়,
মাঝনদী থেকে তরী আনে কিনারায়।
ঝরিছে বাদল ধারা নদে এল বান,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান।