শ্রাবণে নামিল বাদলধারা...অজয় বহিছে পাগলপারা
অজয় নদে এল বান (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আসিল শ্রাবণ মাস নামিল বাদল,
নদীনালা খাল বিলে জল শুধু জল।
ডুবে গেছে দিঘিঘাট বরষার জলে,
লাঙল বলদ নিয়ে চাষী মাঠে চলে।


হাম্বা রবে রাঙীগাই ঘন ডাক ছাড়ে,
বাছুরী হারিয়ে গেছে্ নাই দিঘিপাড়ে।
জল জমে পথঘাট হয়েছে পিছল,
দিঘিজলে হাঁসগুলি করে কোলাহল।


গগনে গরজে মেঘ ঘন বরষায়,
শ্রাবণে বাদল নামে মুষলধারায়।
আকাশ আঁধার কালো যেন মনে হয়,
ভরে গেছে খাল বিল আর জলাশয়।


অজয়ে প্রবল বান কূলে নাই কেউ,
দারুণ প্লাবনে আজি কূলভাঙা ঢেউ।
অজয়ের প্লাবনেতে গাছ ভেসে যায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।