শ্রাবণে নামিল বাদলধারা...অজয় বহিছে পাগলপারা
অজয় নদে এল বান (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


মাটির পাঁচিলে ঘেরা ছোট বাড়িঘর,
সবুজ গাছের ছায়া অতি মনোহর।
রাঙাপথ চলে গেছে সোজা নদীঘাট,
নদীঘাটে রবিবারে রোজ বসে হাট।


শ্রাবণে বরিষা ধারা ঝরে অবিরল,
মাঠে মাঠে চাষ করে চাষীরা সকল।
গগনে গরজে মেঘ ডাকে ঘনে ঘন,
শ্রাবণে বাদল ঝরে অজয়ে প্লাবন।


নয়ন দিঘির জলে হাঁসগুলি চরে,
গুগলি শামুক খায় সারাদিন ধরে।
রিমঝিম বৃষ্টি পড়ে মুষল ধারায়,
শিশুসব জলে ভিজে বিদ্যালয়ে যায়।


অজয় নদীর জলে প্রবল প্লাবন,
ফুসিছে অজয় নদী দারুণ গর্জন।
নদীজলে উঠে ঢেউ কূলে আছড়ায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।