শ্রাবণে নামিল বাদলধারা...অজয় বহিছে পাগলপারা
অজয় নদে এল বান (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আম কাঁঠালের ছায়ে গ্রামটি আমার,
সবুজের সমারোহ দেখি চারিধার।
শ্রাবণে বাদল ঝরে মাঠ জলে ভরে,
চাষীভাই সারাদিন মাঠে চাষ করে।


শ্রাবণে বাদল ধারা ঝরে অবিরাম,
নদীবাঁধ ভেঙে যায় জলে ভাসে গ্রাম।
ধ্বসে পড়ে বাড়িঘর প্লাবনের জলে,
নিরুপায় গ্রামবাসী বন্যার কবলে।


শ্রাবণের বারিধারা ঝর ঝর ঝরে,
ঘন বরষায় মেঘ আছে কাল করে।
একটানা সাত দিন প্রবল বর্ষণ,
গগনে গরজে মেঘ গম্ভীর গর্জন।


অজয়ে প্রবল বান কানায় কানায়,
তরীখানি বাঁধি কূলে মাঝি ঘরে যায়।
উথাল পাথাল ঢেউ ফুঁসিছে অজয়,
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কবিতায় কয়।