শ্রাবণে নামিল বাদলধারা...অজয় বহিছে পাগলপারা
অজয় নদে এল বান (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গ্রামখানি সবুজ ছায়ায়,
মাঝখানে পদ্মদিঘি আছে মোর গাঁয়।
রাঙাপথে দুইধারে খেজুর সুপারি,
ছোটগাঁয়ে ছোটঘর ছোট ছোট বাড়ি।


গ্রাম সীমানায় আছে আমের বাগান,
বসন্তে কোকিল গায় পাখি গায় গান।
শ্রাবণে বাদল নামে অঝোর ধারায়,
নদীনালা খালবিল জলে ভরে যায়।


চাষীগণ জলে ভিজে চাষ করে মাঠে,
সারাদিন চাষ করে মাঠে বেলা কাটে।
সন্ধ্যা হলে ঘরে ফিরে চাষীদের দল,
রাত্রে বারোয়ারি গান মনসা মঙ্গল।


গগনে গরজে মেঘ ঘন বরষায়,
অবিরত বারি ঝরে মুষল ধারায়।
সকলেতে মত্ত হয় বর্ষার আনন্দে,
লিখিল লক্ষ্মণ কবি কবিতার ছন্দে।