শ্রাবণে নামিল বাদলধারা...অজয় বহিছে পাগলপারা
অজয় নদে এল বান (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণে বাদল ধারা অবিরত ঝরে,
রিমঝিম বৃষ্টি পড়ে সারাদিন ধরে।
পথেঘাটে জলকাদা হয়েছে পিছল,
রাঙাপথে একহাঁটু বয়ে যায় জল।


বৃষ্টি ভেজা মাটি হয় নরম সরস,
গাঁয়ের মাটিতে পাই বৃষ্টির পরশ।
বাঁশি হতে মাঠে চলে গাঁয়ের রাখাল,
মাথায় বাঁশের ছাতা নিয়ে গরুপাল।


শ্রাবণে বাদল নামে বৃষ্টির সুবাস,
জলে ভিজে চাষীসব মাঠে করে চাষ।
দিবারাতি বারিধারা ঝরে অবিরল,
সন্ধ্যা হলে ঘরে ফিরে চাষীরা সকল।


অজয় নদীর ঘাটে মাঝি খেয়া বায়,
নৌকা চড়ি যাত্রীদল পার হয়ে যায়।
শ্রাবণে বাদল ঝরে নদে এল বান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।