শ্রাবণে নামিল বাদলধারা...অজয় বহিছে পাগলপারা
অজয় নদে এল বান (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গ্রাম সীমানায় আছে অজয়ের চর,
দুইপারে ছোট গ্রাম ছোট ছোট ঘর।
গলি পথে দুই ধারে মাটির কুটির,
কর্দমাক্ত পথ গেছে অজয়ের তীর।


খেয়াপার করে মাঝি তরী আনে ঘাটে,
খেয়াঘাটে তরী বেয়ে সারাদিন কাটে।
যাত্রী পার হয়ে যায় চড়িয়া নৌকায়,
এপারের যাত্রী সবে ওই পারে যায়।


গগনে গরজে মেঘ আকাশ আঁধার,
শ্রাবণে বাদল ঝরে জল চারিধার।
শ্রাবণে বাদল নামে নদী উঠে ফুলে,
কূলভাঙা টেউ এসে পড়ে দুইকূলে।


একূল ওকূল ভাঙে ভাসে বাড়িঘর,
শ্রাবণে বরিষা ধারা ঝরে ঝর ঝর।
বৃষ্টি পড়ে অবিশ্রাম প্রবল বর্ষণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।