শ্রাবণে নামিল বাদলধারা...অজয় বহিছে পাগলপারা
অজয় নদে এল বান (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বর্ষা হলে বৃষ্টি নামে নদে এল বান,
চাষীসব চাষ করে মাঠে পুঁতে ধান।
রিমঝিম বৃষ্টি পড়ে সারাদিন ধরে,
নদীনালা খালবিল জলে যায় ভরে।


পথেঘাটে জলকাদা পথচলা দায়,
শ্রাবণের বারি ঝরে মুষল ধারায়।
গ্রাম সীমানায় আছে গরুর বাথান,
শ্রাবণে বাদল ধারা নদে এল বান।


সারাদিন বৃষ্টি পড়ে মেঘের গর্জন,
শ্রাবণে বাদল নামে প্রবল বর্ষণ।
গগনে বিজুলি ধারা চমকায় যবে,
দূরে হয় বজ্রপাত কড় কড় রবে।


অজয়ে প্রবল বান কানায় কানায়,
একূল ওকূল ভাঙে দুকূল ভাসায়।
অজয় অশান্ত আজি দুরন্ত প্লাবন,
শ্রাবণের বৃষ্টিকাব্য লিখিল লক্ষ্মণ।