অজয় নদীর তীরে.... পাখিরা গাহিছে নীড়ে
অজয় নদীর কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর বাঁকে দুইধারে তরুশাখে
পাখিসব সুরে গীত গায়,
পূবেতে উঠিল রবি নব অপরূপ ছবি
সোনা রবি কিরণ ছড়ায়।


নদীর ঘাটের কাছে ধোপারা কাপড় কাচে
জেলেরা নদীতে মাছ ধরে,
লাল চেলি শাড়ি পরে চলে রাঙাপথ ধরে
জল নিয়ে বধূ চলে ঘরে।


কাঁকন তলার মাঠ পাশ দিয়ে নদীঘাট
যাত্রীদল আসে দূর হতে,
গাঁয়ের সীমানা ছাড়ি আসিছে গরুর গাড়ি
সারি সারি চলে রাঙাপথে।


বসিয়া নদীর চরে সাদা বক মাছ ধরে
শঙ্খচিল আকাশেতে উড়ে,
সবুজ ডাঙার পরে গরু ও বাছুর চরে
বাজে বাঁশি রাখালিয়া সুরে।


দিবা অবসান হলে অজয় নদীর জলে
সোনালী কিরণ পড়ে ঝরে,
একে একে তারা ফুটে পূর্ণিমার চাঁদ উঠে
অপরূপ শোভা নদী চরে।