অজয় নদীর তীরে.... পাখিরা গাহিছে নীড়ে
অজয় নদীর কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতল তরুর ছায়ে আছে আমাদের গাঁয়ে
ছোট নদী তটিনী অজয়,
অজয় নদীর বাঁকে পাখি ডাকে তরুশাখে
মৃদু মন্দ সমীরণ বয়।


নদীর ঘাটের কাছে পুরানো মন্দির আছে
পাশে অশ্বত্থের তরুমূলে,
তেল ও সিঁদুর দিয়ে নদী থেকে জল নিয়ে
বধূ সব জুটে নদীকূলে।


পুড়ে ধূপ দীপ জ্বলে অশ্বত্থ তরুর তলে
পূজা হয় সারাদিন ধরে,
এ গাঁয়ের যত মেয়ে নদী থেকে জল নিয়ে
ভক্তিভরে শিবপূজা করে।


অজয়ের নদীঘাটে তপন বসিল পাটে
দিনশেষে নামে অন্ধকার,
ঢেউ উঠে নদীজলে দূর গাঁয়ে দীপ জ্বলে
ভেসে আসে শঙ্খের ঝঙ্কার।


তৃতীয়ার চাঁদ উঠে রাশি রাশি তারা ফুটে
দূরে নীল গগনের গায়,
শেয়ালেরা মাঝরাতে আসে সব নদীঘাটে
হুক্কাহুয়া ডাক দিয়ে যায়।