অজয় নদীর তীরে.... পাখিরা গাহিছে নীড়ে
অজয় নদীর কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নদীর ঘাটের কাছে বিশাল বটের গাছে
ডালে তার পাখি বাঁধে বাসা,
দুমাইল পথ হাঁটে আসে রোজ নদীঘাটে
যাত্রীরা করে যাওয়া আসা।


ছাড়িয়ে পূবের মাঠ আসে চলে নদীঘাট
ঘাট ভরে জন কোলাহলে,
আসে গাঁয়ের রাখাল সঙ্গে নিয়ে গরুপাল
পার হয়ে যায় হাঁটুজলে।


অজয় নদীর বাঁকে বধূরা কলসী কাঁখে
নদীঘাটে নিতে আসে জল,
তাল খেজুরের সারি রাঙাপথে চলে গাড়ি
গাছে পাখি করে কোলাহল।


নদীঘাটে গাড়ি থামে গাড়ি হতে বধূ নামে
নব-বধূ চলে পিতৃধামে,
নদী পার হয়ে যায় দ্রুত গরুগাড়ি ধায়
অবশেষে পৌঁছে নিজগ্রামে।


বেলা যেই আসে পড়ে উড়ে বালি ঘুর্ণিঝড়ে
বহিছে অজয় আনমনে,
জ্বলে দীপ দূর গ্রামে সাঁঝের আঁধার নামে
চাঁদ উঠে সুনীল গগনে।