যৌবন ভর ধরে রাখা দ্বায়
এলোমেলো পবনে,
পদাঘাতে দুলেযায় ধরনী
বুক ভেতরটা সম্পূর্ণ কলিজায়
কারবা সাধ্য নোয়াবে সে মস্তক,
শক্তিতে হারমানে অসংখ্য বিবেক।
তবুও হার মেনে যায়, অহরহ
আপনার আপনকে খুঁজে নিতে
হার মানে প্রেমের কাছে, ব্যর্থতার কাছে
তবুও থেমে নেই আবার খোঁজে
নতুন করে আবার খোঁজে,
কেউ হারায় আপন দোষে
কেউ অন্যদের, কারো মিটে যায় স্বাদ, নিভে যায় প্রদীপ।
কেউ কেউ নিহাই বঞ্চিত,
শুধু তোমার ভালোবাসার টানে।
তোমাকে সবাই ভুলেযায়,
তুমিও নতুন করেই খোঁজো, অন্যকেউ, নতুন স্বাদে
তবে কেউ একজন তোমায় ছাড়বেনা,
কখনোই ছাড়াবেনা
তুমিই তার আসল প্রেম!
মৃত্যুর পূর্বে শেষ দাবি তোমাকে ছেড়ে
থাকতে পারবোনা।
পারলে কাফনে লেখে দিও-
অভাব, লোকটি শুধুই তোমার প্রেমিক ছিলো।