দু'চোখেতে ঘুম এসেছে,
পরমাত্মা সং সেজেছে।
চলনবিলটা দেখে।।
পৃথিবী আজ হয়েছে পর,
আনন্দ সব ছেড়েছে ঘর।
বিলের কাঁদা মেখে।।
বিশ্ব ভুবন দেখবো না আর,
চলনবিলে জন্ম আমার।
স্বর্গ তুল্য ভূমি।।
জন্মে আমি ধন্য এথায়,
মায়ের মত আছে কোথায়?
স্বর্গ তুল্য দামি।।
সমাধিতে রেখো আমায়,
শুইয়ে দিও বিলের কাঁদায়।
মৃত্যু পরের আর্জি।।
এই মাটিতে যদি খোদায়,
আপন ইচ্ছায় পাঠায় আমায়।
শত জন্মেও রাজি।।