নবীন পথ যাত্রী মোরা…
নবীন নবীন আশা!!

মোদের মাঝেই লুকিয়ে আছে…
যত অভিমান যত ভালবাসা !!

তাইতো মোরা সবাই যেন একই
সুতোয় গাঁথা !!

সামনে আসছে নবীন দিন…

…নবীন নবীন সুর…
মোরা এভাবেই এগিয়ে যাবো…

……যাবোই বহুদুর……

কে যেন দুর পথ হতে ঐ
দিচ্ছে হাতছানি……

যতো কষ্টই হোক মোরা, সেই
পথ পাড়ি দিতে জানি !!

জানার আছে অনেক কিছু…
না মোরা করবো না কারো কাছে মাথা নিচু!!

নবীন পথ যাত্রী মোরা
মোদের নবীন নবীন আশা !!

মোরাই যেন
পারি গড়তে প্রতিবাদের
ভাষা…!!

যাবোই
যাবো এগিয়ে মোরা আগামির
পথে…

মোরাই শক্তি,, মোরাই সেই
ব্যক্তি…

মোরাই ধর্ম ,, মোরাই কর্ম…
মোরাই করি ভক্তি !!

মোরাই
হলুম আগামির নবীন ……পথ
যাত্রী……