দিব্বি গেলাম বিয়ে করতে শোলার টুপি পড়ে
কে জানতো আছোলা বাঁশ পড়বে আমার ঘাড়ে !
ছাদনা তলায় মালা বদল হলো ঘটা করে
চোখেতে চোখ মিলিয়ে আনলাম তাকে ঘরে
শয়নে স্বপনে হেরি এখন শুধু সর্ষেফুলের শোভা
ছটফট করি ঘুম যায় ছুটি আতঙ্কে হই বোবা !
এই কি ছিল বিধাতার মনে ভবিতব্যের আশ
বলেছিলো গণনা করে পরজন্মে হবে নরকবাস
পালিয়ে যাবার পথ যে খুঁজি নেইকো আমার জানা
ছেড়ে দে মা কেঁদে বাঁচি বাড়াসনি আর দেনা !