(কবিতাটি মা টেরেসা ও তৃতীয় বিশ্বের ক্ষুদার্ত শিশুদের প্রতি উৎসর্গিত)


আমি মরে যাবো মরে যাবো
বেসুরো শব্দ শুনে শুনে
বধির হয়েছে আমার কান!
ভোঁ ভোঁ শব্দে স্বপ্ন আমার বিপন্ন!


কর্কশ ক্ষুধার্ত  পথশিশুদের কান্নায়
কেড়ে নিয়েছে আমার ঘুম ,আমার স্বপ্ন,
আমি নই এখনো মৃত,
আমার হৃদয়ে নিছক বেদনা !


তাই ভরিয়ে দেব তাদের আদরে আদরে
এনে দেব মনে তাদের প্রফুল্লতা
কাটাবো তাদের মনের হতাশা ,
অনুচ্চারিত ব্যথা !


বিচার কোরতে যেয়োনা বন্ধুগণ ,
তৃতীয় বিশ্বের সব ক্ষুধার্ত শিশু সমান !
বিচার করতে গেলে তুমি
ভালোবাসার সময় পাবেন !