নাটোরে থাকতো বনলতা মেয়েটি ভীষণ শান্ত!
জীবনানন্দকে শান্তি দেবে কেও কখনো জানতো?
কবি ছিলেন খোশ মেজাজে কলম নিয়ে হাতে ,
বনলতার কথা ভেবে হটাৎ গেলেন ক্ষেপে !
কাগজ কলম নিয়ে তিনি বসে গেলেন লিখতে
সেই কবিতা বিঁধে গেলো সবার হৃদয়েতে !
বনলতার রূপে কবি হলেন কেমন আনমনা ,
পাখির নীড়ের মতো চোখ দুটিতে আঁকলেন আলপনা !
কালো ঘন চুলে খুঁজে পেলেন বিদিশার নিশা ,
মনটা হলো ওলোটপালোট হারালেন যে দিশা !
বনলতাকে পেতে তিনি শুরু করলেন হাঁটা,
বনে জঙ্গলে হাটতে গিয়ে মনে বিধলো কাঁটা!
দিনের শেষে সন্ধাবেলায় নামলো হটাৎ বৃষ্টি,
লিখলেন তিনি "বনলতা সেন" এক অপরূপ সৃষ্টি !