বিবিজান কবিতা শোনেনা বলে
কবির হলো রাগ বুঝি ;
সারাদিন নাকি কাজ থাকে তার
সময় যে পায়না খুঁজি !
স্ত্রী বলে "সবদিক সামলে আমি
হিমশিম খেয়ে যাই ,
তোমার কবিতা শোনার আমি
সময় কোথায় পাই ?"
'তোমাকেই তো খুশি করার জন্যে
খাটি এমনতরো,
না বুঝে তুমি শুধু মুখ ফুলিয়ে
বৃথাই রাগ করো !'
'বেশ তবে এবার থেকে কাজ ফেলে
তাই নয় করা যাবে ,
কিছুইতো বুঝিনা কবিতার ছাই ,
শুনিয়ে কি সুখ পাবে ?'
'আরে বোঝার কোনো দরকার নেই ,
শুনলেই শুধু হবে ,
আমার কবিতা শুনে সুন্দর বললে
মনটাতো আমার পাবে ?'