কাঁচের মতো স্বচ্ছ শিফনের মহার্ঘ শাড়ি
মডার্নিটি আনার জন্যে তা পাড়বিহীন |
সহজেই দৃষ্টিগোচর সুস্পষ্ট অন্তর্বাস |
ঘটিহাতা ব্লাউজের নীচে 'কুচ যুগ' শোভিত |
'ভি' আকৃতি সম্মুখভাগে ,
উদ্ঘাটিত গ্রীবার দুই পার্শ্ববর্তী উদ্ধত দুটি কন্ঠা .
যেন বর্ণাঢ্য মরসুমি ফুলের বাগানে রজনীগন্ধার উদ্ধত বৃন্ত |
অতি আধুনিকা !!
তাই স্বামীকে ডাকেন নাম ধরে |
স্বামীর নাম নিতে নেই
এ অনুশাসনে আমার বিশ্বাস নেই |
কিন্তু "ওগো শুনছো" বা শুধুমাত্র 'এই '
সেগুলো যদিও নাম নয়
কিন্তু কানে যেন বেজে ওঠে এক মধুর ধ্বনি
এ ডাক বহন করে আনে এক বিশেষ সংকেত |
ছোট দুটি অক্ষরের দ্বারা
সে পারে মনে ফুল ফোটাতে |