ফুল তুমি ধন্য , তুমি মুক্ত
কত রূপে তোমাকে দেখি
কত নামে তোমায় ডাকি
তুমি চাঁপা , জবা , নীলমনি লতা ,
তুমি পদ্ম , পলাশ , মাধুরী লতা ,
আবার কখনো রজনীগন্ধা , শিউলি ,
বোগেনভেলিয়া ,কখন বা বেলি ;
প্রেম নিবেদনে তোমাকে চাই
বিবাহে , শ্রাদ্ধে তোমাকে চাই
মন্দির , মসজিদ , গির্জায় তুমি
আমাদের সুখে আমাদের দুঃখে তুমি ,
তাইতো তুমি আমাদের প্রিয় মিতা
আর তাইতো তুমি অপরাজিতা |