গুগুল মামাকে খোলা চিঠি


প্রিয় গুগুল মামা ,
এসব কি হচ্ছে বলতে পারো গুগুল মামা ? তোমার জন্যে কি কবিতা চুরি করা বন্ধ হয়ে যাবে ? তুমিত ভালো করে জানো যে তোমার ভাগ্নে কবিতা লিখতে পারেনা ?  ভাবলাম ফেসবুক এ কবিতা চুরি করে কবিতা লিখে প্রেমিকাকে তাক লাগিয়ে দিয়ে তার মন জয় করি | তা সেটাও তোমার সহ্য হলনা | পেছনে পড়ে গেলে | তোমার সার্চ ইঞ্জিন এর ঠেলায় কবিতার আসরে আমাকে কেমন বেইজ্জত হতে হলো | কারুর কাছে মুখ দেখাতে পারছিনা | এমনকি শিখা আমার কবিতা পড়ে আমার প্রেমে পাগল হয়ে গিয়েছিল | সেটাও দিলে কেঁচিয়ে | চুরির কথা ঠাহর হতে শিখা এখন আমাকে ঘৃনা করে | বলে 'তুমিত একটা চোর লজ্জা হয়না তোমার প্রেমের কথা বলতে '? কি যে একটা সার্চ ইঞ্জিন খুলে রেখেছ যা থেকে আমার বারোটা বেজে গেল | যাক যা হবার তা হয়ে গেছে | আমি জানি তোমার খুব ট্যালেন্ট  আছে | চুপি চুপি আমাকে একটা কথা বলত ? কিভাবে সার্চ ইঞ্জিনকে ফাঁকি দিয়ে হ্যাকিং করা যায় ? অনেকে তো শুনেছি হ্যাকিং করে কত কি চুরি করে অথচ ধরা পরেনা | তাই তুমি এখন আমার একমাত্র ভরসা | কিছু একটা উপায় বাতলে দাও গুরু ? তুমি যা বলবে আমি তাই করবো |
ইতি তোমার ভানজে,
রুহুল আমিন রুবেল |