আমার এই লেখাটি কবি সঞ্জয় কর্মকার এর 'দুলাইন লিখে সেটা কি কবিতা হয়' সম্বন্ধে দুচার কথা। লেখাটি নিয়ে দেখলাম তর্ক বিতর্ক হচ্ছে। আসলে দু লাইনের কবিতা আদি কাল থেকে চলে আসছে। কবিতার জন্য গোটা বিশেক লাইন কিংবা কবির অনেকগুলো অনন্য কবিতার প্রয়োজন নেই  বরং একটি-দুইটি লাইনের কবিতা  কবিকে এবং পাঠক কে দিতে পারে অনেককিছু। কবিতা একটি  বিশুদ্ধ শিল্প যার ছোঁয়ায় আলোকিত করতে পারে প্রত্যেক পাঠক কে। প্রথমেই শুরু করা যাক আমাদের প্রিয় কবি সুকান্তকে দিয়ে......


অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।


সাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।।


খনার বচন :-


“ গাছগাছালি ঘন রোবে না
গাছ হবে তার ফল হবে না ”


রবীন্দ্রনাথ :-


মাঝারির সতর্কতা


উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে,
তিনিই মধ্যম যিনি চলেন তফাতে !!


অকৃতজ্ঞ


ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে,
ধ্বনি-কাছে ঋণী সে যে পাচ্ছে ধরা পড়ে!!


সন্দেহের কারণ


'কত বড়ো আমি' কহে নকল হীরাটি
তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি !!


রাত্রে যদি সূর্যশোকে  বহে অশ্রুধারা,
সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা !!


নজরুল


গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান!!


এবারে শেষ করি দু লাইনে আধুনিক কবিতা দিয়ে


দীপঙ্কর চক্রবর্তী


হোক ব্যথা, শুধুই যন্ত্রণা দেওয়ার জন্য হলেও তুমি এসো।
আমাকে একা ফেলে রেখে আবারও চলে যাওয়ার জন্য হলেও তুমি এসো।।


এছাড়া অসংখ্য গালিব ও কবিরের দু লাইনের গজল আছে !!


এতগুলো উদাহরণ দেবার পরেও কি বলবেন যে দু লাইনের কবিতা কোন কবিতা নয়,শুধুমাত্র উক্তি ?  
এর পরেও যদি কারো মনে কোন সংশয় থেকে থাকে অকপটে বলতে পারেন !


শুভেচ্ছা !!