শ্রদ্ধেয় কবি যাদববাবু :
পরপর দুটো কবিতা দেখলাম আপনার ডাক্তারদের বিরুদ্ধে লেখা ! আমি কোনো প্রতিবাদ করছিনা এ ব্যাপারে ! যা লিখেছেন সত্যি লিখেছেন ! তবে এমন অনেক ডাক্তার আছেন যাঁরা মানবসেবায় আত্মনিয়োগ করেছেন বা এখনো করছেন ! তাদের কথাও লিখলে ভালো হতো নাকি ? কেমন যেন ঘৃণা মিশ্রিত মনোভাব প্রকাশ পেলো আপনার কবিতায় ডাক্তারদের প্রতি ! এটা কখনোই কাম্য নয় আপনার মতো কবির কাছ থেকে !
এছাড়া কোন পেশায় দুর্নীতি নেই বলতে পারেন ? শিক্ষক , উকিল , ইঞ্জিনিয়ার , বাড়ির প্রোমোটার ইত্যাদি কোন পেশায় দুর্নীতি নেই ?
যাক কথায় কথা বাড়ে  তাই এখানেই ইতি টানলাম !
ভালো থাকুন ! শুভেচ্ছা রইলো !