যদি বলি, আমি সুপ্ত আগ্নেয়গিরির তপ্ত লাভা;
তুমি অবাক হবে নিশ্চয়।
আরো যদি বলি আমার সমস্ত নির্যাস
একে বেকে তোমার যত অহংকার
করে দিতে পারে নিঃশেষ,
ভীষণ অবাক হলেতো?
হ্যাঁ আমি, আর এই আমিটার ভিতরে
পুষে রেখেছি ভালোবাসার এক সুবিশাল  আগ্নেয়গিরি।
গভীর বেষ্টনীতে উপযুক্ত সময়ের অপেক্ষায়
ওত পেতে আছে বুকের ভিতর
পুষে রাখা তপ্ত লাভা,
সঠিক সময়ে টগবগ করে ফুটতে ফুটতে
কোন এক পূর্ণ তিথিতে উদগীরণ করে দেবে বলে।
ভালোবাসার লাভায় তোমার যতো অহংকার,               নিমিষেই ভস্মে পরিণত করতে
চুম্বক বেগে ছুটে যাবো অতল গহীনে।
তারপর তোমার তপ্ত পরশে স্ফুলিঙ্গের মতো করে
দ্রুত বেগে ছুটে যাবো অসীমে,
এরপর দূরের ঐ আকাশটাতে জেগে ওঠা
চকচকে রংধনুর সব রং শুষে
নিজের আকাশ টাকে আরো রঙিন করে রাঙাবো; ভীষণ আবেগে আপ্লূত হলে নিশ্চয়।
আমি জীবন্ত ভালোবাসার আগ্নেয়গিরি
নিমিষেই তোমার সমস্ত অহংকারের দেওয়াল               করে দিতে পারি চূর্ণবিচূর্ণ।
বিশ্বাস হচ্ছেনা তো?
তবে না হয় থাক কিছু অব্যক্ত কথা
জমে থাকুক তপ্ত লাভা সময়ের অপেক্ষাতে।