আগুনে ঝলসানো মাংস পিণ্ড জানে
কতটা কষ্ট জমা আছে
পুড়ে পুড়ে ক্ষত হওয়া এক একটি কোষে।
যার যাতনা প্রতিটি কোষে কোষে সৃষ্টি করে ঘর্ষণ
আর উন্মাদনা জাগায় মস্তিষ্কে;
প্ররোচনা জাগায় রক্ত কণিকায়
জিঘাৎসা সৃষ্টি করে মনে,
আর বুলি হয়ে বেরিয়ে আসে প্রতিশোধের বানী
প্রতিশোধ শুধুই প্রতিশোধ।
অবরুদ্ধ হয়ে পড়ে আছে  বিবেক
নেশা চোখে, নেশা মুখে!
পিপাসা ভালোবাসার,
পিপাসা তোমাকে কাছে পাওয়ার।
কারণ তোমার প্রত্যাক্ষান ঝলসে দিয়েছে
আমার দেহ, ঝলসে দিয়েছে আমার মন।
ঝলসে দিয়েছে আমার পেখম তোলা
স্বপ্ন গুলোকে।
শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে আমাকে
আমার বাসনা গুলোকে,
ধূলিসাৎ করা হয়েছে আমার আত্মমর্যাদা।
উপেক্ষা করা হয়েছে আমার আবেগকে,
দুমড়ে মুচড়ে নিক্ষেপ করা হয়েছে
জলন্ত ঐ অগ্নি কুন্ডলীতে।
যেখানে হৃদযন্ত্রটা ঝলসে হয়ে গেছে অঙ্গার
আবেগ মায়া ভালোবাসা শ্বাসরুদ্ধ হয়ে
দিয়েছে আত্মাহুতি।
জায়গা করে নিয়েছে নিষ্ঠুর,
নির্মম দুর্বীসহ শব্দগুলো।
পদদলিত করা হয়েছে ভালোবাসাকে
প্রত্যাখ্যান করা হয়েছে ইচ্ছে গুলোকে,
কষাঘাত করা হয়েছে অনুভূতিতে
পদদলিত করে ভেঙে ফেলা হয়েছে
আত্মবিশ্বাস।
ধূলিসাৎ হয়ে গেছে তাসের ঘরের মতই
ভালোবাসায় মোড়ানো একটা রঙিন স্বপ্ন
আর জিতে গেছে তোমার স্বার্থপরতা
দাফন হয়ে গেছে নিঃস্বার্থ ভালোবাসার।