হে পথিক কেন বেলা শেষে
অবেলায় শিস দিয়ে বাতাসে অগ্নি ঝড়ালে!
তবে কি রাতের পাখিরা নীড়ে না ফিরে
গতি বদলিয়ে অজানায় পাড়ি জমাবে?
তবে কি ঝড়া বকুল পথিকের পথ
চেয়ে রাস্তার বুকে না পড়ে
শুন্যে সৌরভ বিলাবে?
নাকি অস্তমিত সূর্যের লাল আভায়
পূবের আকাশে সূর্যস্নান থমকে যাবে?
যদি তা না হয়, তবে কেন পথিক
বৃথা চেষ্টা করো অবেলায় এসে
অগ্নি ছড়াতে?
কেন চাও এই অবেলায় অগ্নিস্নানে
নিজের গা ভিজাতে?