ওরে পাপিষ্ঠ প্রতীক্ষা কর,
অন্ধকারের বদ্ধ দূয়ার খুলে
মন মন্দির কর ধুয়ে মুছে সাফ
বিবেককে কর সদা জাগ্রত,
বিশ্বাসের বলে হবে পরিত্রাণ
হবে তার হৃদয়ে স্থান।
পাপ কালিমা ভণ্ডামী ঝেড়ে পবিত্র কর মন,
কর ভালোর অন্বেষণ।
নব রূপে নব সাজে মন্দকে বিনাশ করতে
তিনি শীঘ্রই আসবেন।
তিনি আসবেন,
এ ধরার যতো নরপিশাচ
যতো নরকীট আর পাষণ্ডদের
সমূলে উপড়ে ফেলতে।
তিনি আসবেন
জগতের সমুদয় পাপরাশি হতে
মুক্তির পথ দেখাতে।
নির্মল ধরনীর নির্মল বায়ু করছো দূষণ যারা,
মানুষ হয়ে অমানুষের মতো করছো ধ্বংসযজ্ঞ
তাদের ঘোর অমানিশা হতে
আলোর পথে আনতে তিনি আসবেন।
প্রতীক্ষা কর
শীঘ্রই তিনি আসবেন।
তিনি আসবেন
গরীব দুঃখীর মুখে স্বস্তির হাসি ফোটাতে।
তিনি আসবেন
যুগেযুগে হয়ে যাওয়া যতো অনিয়ম
আর মন্দকে বিনাশ করতে।
তিনি আসবেন
অবলা এতিমের চোখের জল মুছতে।
মানুষে মানুষে যতো হানাহানি
যতো রক্ত গঙ্গা বইছে
তা সবই বন্ধ করে,
ভ্রাতৃত্ব  ও সৌহার্দ্য ফিরিয়ে আনতে
তিনি শীর্ঘই আসবেন।
তমসা মাড়িয়ে মুক্তির পথ দেখাতে
তিনি আসবেন
নবরূপে নব সাজে মন্দকে বিনাশ করতে।
প্রতীক্ষা কর,
মিছে মায়া কায়া ছেড়ে
কর ভালোর অন্বেষণ
লোভ লালসা হানাহানি ত্যাগ করে
পবিত্র কর মন,
তবে পাবে তার দর্শন।
প্রতিক্ষা কর,
শীঘ্রই তিনি মুক্তির বার্তা নিয়ে  
এ ধরায় নেমে  আসবেন।