বিষণ্ণতা ভর করেছে মনে আর আবেগ গুলো
দিশেহারা হয়ে ছুটছে দিগ-বিদিক।
শব্দ গুলো হয়ে যাচ্ছে বাকশূন্য,
প্রচণ্ড অভিমানে কবিতা গুলো উড়ে গেছে
দমকা হাওয়ায়।
একটা অভিমানী মেঘ কালবৈশাখী হয়ে
তাণ্ডবলীলা চালিয়ে করে দিয়েছে সব লণ্ড ভণ্ড।
ভরা বর্ষা, ভরা যৌবন আর আগের মতো
জাগায় না কোন উন্মাদনা,
উদাসী হাওয়ায় জাগে না কোন শিহরণ।
যেন মনের বাগানের সদ্য প্রস্ফুটিত ফুল
হয়ে গেছে মলিন।
বিবর্ণ হয়ে গেছে সবটুকু ফেলে আসা স্মৃতি
যেন সুখগুলো নিয়েছে কারাবাস।
যন্ত্রণা গুলো দিন দিন হয়ে উঠেছে রুদ্ধশ্বাস,
হাপিত্যেশ ভর করছে এই ক্ষীণ জীবনে।
মাঝে মাঝে মনে হয় কষ্ট গুলোকে
দূরন্ত বলাকার পিঠে ভড় করিয়ে পাঠিয়ে দেই
দূর পরবাসে,
ছুটি দিয়ে দেই মন খারাপের সব কারণ গুলিকে।
আর রাজহংসকে বলি সাত সমুদ্র তেরো নদী
সাঁতরিয়ে ফিরিয়ে আনো
আমার হারানো কবিতা গুলোকে।
শিল্পীকে বলি সুনিপুন হাতে রংতুলির আঁচর দিয়ে রাঙিয়ে দাও আমার ভুবন,
যেখানে প্রজাপতি থাকবে;
বৃষ্টি শেষে চকচকে রংধনু ছড়িয়ে দিবে আভা।
ভরা বসন্তে কোকিল ডাকবে ,
নরম তুলতুলে দূর্বাঘাস থাকবে
আর থাকবে আমার কবিতার বর্ণ ও শব্দ গুলো।
যেন আমি কলমের খেলায় মেতে উঠে
শব্দ ও বর্ণ গুলোকে নিয়ে লিখে যেতে পারি
হৃদয় ছোঁয়া হাজারো কবিতা।
আমি যেন হিমেল হাওয়ার পরশে মন ভরে
নিতে পারি দীর্ঘশ্বাস।