কি অহমিকা কি দম্ভ! টাকার দম্ভ ;রূপের দম্ভ ;
ক্ষমতার দম্ভ, নিজেরকে সেরা জাহির করার
অনাড়ম্বর চেষ্টা।
আহারে দাম্ভিক নিজের চোখের রঙিন চশমাটা বদলিয়ে দেখ তুমি কতটা ঘৃণিত,
মানুষের কাছে তুমি কতটা উপহাসের পাত্র।


রঙিন চশমায় আচঁড় পড়লে তখন বুঝবে
কতটা করুণার চাহনি তোমার নেপথ্যে।
কাঁটা ঝোপের থেকে কাঁটার আঘাত পাওয়া যায়,
ডুমুর ফল নিশ্চয়ই নয়,
তাই তোমার মতো মাকালের দিকে
আঙ্গুল তুলে অবোধ বালকের মতো
বোকামী করে,সময় নষ্ট করা আমার কম্ম নয়।
বরং আমি আঙুল তুলে বলতে চাই
সেই অসহায় সমাজকে
যারা কাঁটাঝোপটা সময় মতো
সমূলে উপরে ফেলতে পারেনা।


অসহায় সমাজের কিছু অযাচিত, উদ্ভট
আর অদ্ভুত সব নিয়মের বেড়াজালে ;
মানুষ নামক কিছু প্রাণী আজ বড় অসহায়।  
শুধু কিছু দাম্ভিকের অতি দম্ভের
বেপরোয়া কাঁটা গাছটা লকলক করে
বেড়েই চলেছে।
কাঁটাঝোপটা মাথাচারা দিয়ে উঠার আগেই
মাথাটা ছেঁটে দিলে হয়তো দাম্ভিকতা
আকাশটা ছোঁয়ার আগেই মাথাটা নুয়ে
নিচের দিকে মাটির পানে চাইতো।


কাঁটা তারের মুকুট দিয়ে
অন্যের হৃদয়ে ক্ষত করার আগেই চুপসে যেত।
তাহলে হয়তোবা কতগুলো অসহায় হৃদয়
মরুভূমি হতে হতে প্রাণ ফিরে পেতো।
ভেদাভেদের প্রাচীর হয়তো উঁচু হয়ে
দূরের আকাশ ছোঁয়ার বাসনা বদলে,
মাটিতে মিশে গিয়ে সৃষ্টি হতো
জাত-পাত ও উঁচু-নীচু বিহীন
এক আদর্শ মানব সমাজ।