বড় অবেলায় তুমি দোলা দিলে মনের কুঞ্জে।
নিশীথ রাত পেড়িয়ে ভোরের অন্ধকার মাড়িয়ে
যখন রবি পূর্ব দিগন্তে উঁকি দেয়,
পাখির কলরবে ভরে উঠে প্রাণ।
আচমকা একটা ডাহুক পাখির সে কি আর্তনাদ!
কত করুন সুরে সে ডাকে
আর খুঁজে ফেরে তার হারানো সঙ্গীকে।
খুঁজে ফেরে তার হারানো আনন্দ -উল্লাস।
পথ ভুলে সে তো হারিয়ে গেছে দূর অজানায়,
তাতে কার বা কি আসে যায়!
আহত ডাহুকের চিৎকারের ভাষা কেইবা বুঝতে পারে।
কত কম্পন কত বেগে ধ্বনিত হয় ডাহুকের আর্তনাদ,
তার পরিধি কতজনই বা বুঝতে চায়।
তবে প্রায় সময় কোথা থেকে কতগুলো দাঁড়কাক
উড়ে এসে ঠোঁকর মেরে আহত পাখিটাকে
আরো আহত করে তুলে,
রক্তাক্ত করে ফেলে দিতে চায় মৃত্যুকূপে।
আহত ডাহুকের ডানা ঝাপটিয়ে
বেঁচে থাকার সেকি চেষ্টা, সেকি আর্তনাদ।
ঠিক এই সময়ে তোমার আবির্ভাব
তবে সত্যিই বড় অবেলায় তুমি দোলা দিলে মনের কুঞ্জে,
আহত ডাহুকের ক্ষত চিহ্ন সারাতে পাশে এসে দাঁড়ালে।