আমার বসন্ত বিকেলটা
থাকনা একান্তই আমার হয়ে,
নিঃসঙ্গতা থাকুক না বুদ হয়ে
ধূমায়িত চায়ের কাপের চুমুকে!
নিঃশব্দে  ধূসর স্মৃতি গুলো
এখনো শিহরণ জাগায়,
চোরকাঁটার মতো সঙ্গোপনে।


ভোঁতা অনুভুতি গুলো
আঁকড়ে রয়েছে মন পাড়ার কানাগলিতে।
ধূমায়িত চায়ের কাপের চুমুকে,
সম্বিৎ হারিয়ে বারবার ফিরে বিবর্ণ স্মৃতিগুলো।
প্রেমের আলিঙ্গনে ভালোবাসার
জলকেলির তান ফিসফিসিয়ে
এখনো কানের চারিদিকে সেতারায় সুর তোলে।


নিঃশব্দে স্মৃতিরা প্রতিবাদ করে
জানান দেয় বিরহ এখন একা
আমার ভিতরে আবদ্ধ নয়;
চায়ের কাপের দৃশ্যমান ধোঁয়ায়
মিলেমিশে আবেগ ছড়িয়ে,
বিরহ ক্রমশ দৃশ্যমান হচ্ছে চোখে মুখে
চায়ের কাপের প্রতিটি নিরস চুমুকে।