চোখের পল্লবে যে কবিতা
শুনেছি তাতে তোমার বড়ই কৌতূহল,
চোখের কোণে যে উপন্যাস
শুনেছি তাতেও তোমার প্রবল আকর্ষণ!
কোঁকড়ানো চুলের ভাঁজে যে শিল্প  
কালো ত্বকের মাঝে যে মায়া,
তাতেও তোমার হৃদয় পুলকিত হয়!
শুনেছি আমার কপালের মাঝখানে ঐ নীল টিপে  তুমি তোমার পৃথিবী খুঁজে পাও!
আমার চোখ গড়িয়ে ঝড়ে পড়া নোনা জলে
তুমি বৃষ্টি বিন্দুর স্বচ্ছতা খুঁজে পাও!
আমার কন্ঠে উচ্চারিত প্রতিটা বাক্যে
তুমি ভালোবাসা খুঁজে পাও!
শুনেছি তুমি হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো বাঁশরীর মধ্যে প্রেমের নেশা ছড়াও!