কিসের এতো ত্রাস!
কিসের এতো ভয়!
বেড়িয়ে আসো দাসত্বের বাঁধন খুলে
জীবনের উল্লাসে নাম  লিখতে চাইলে বেড়িয়ে আসো পথিক; ত্রাসের রাজ্যে সত্যের ফুলকি হয়ে।


বাড়িয়ে দাও দু'পা, প্রসারিত কর বাহু
সদা সত্যকে আলিঙ্গনে।
জীবন কাউকে নিজে থেকে কিছু দেয়না
অর্জন করে নিতে হয়, নতুবা মৃতের মতো
প্রাণহীন দেহ কংক্রিটের জঞ্জাল হয়ে
দু'পা আর বাহুকেই জড়িয়ে রয়।


কিসের এতো ভয়!
বেড়িয়ে আসো পথিক ত্রাসের রাজ্যে দামাল বেশে
সদা সত্যকে আলিঙ্গনে।
আসো পথিক,
আসো দিকভ্রান্তের আলোর দিশারী হয়ে।
আসো পথিক অন্ধকার ঘুচিয়ে
মশাল মিছিলের অগ্নিশিখা হয়ে।