বাবা কোলে শুয়ে আছেন, নিথর, শান্ত,
চাঁদের আলোয় ধুয়ে মুখ, কপালে তিলকের চাঁদ।
হায় রে, কী নিষ্ঠুর বিধি! কে বাঁধে মৃত্যুর বাঁধ?
নিশীথে চাঁদের আলোয় মৃদু হাসি ছিল,
কিন্তু কেন মৃত্যুর শীতল করাল স্পর্শ?


বৈদ্যর ওষুধ খাওয়াতে, ডাকলাম কতবার,
কিন্তু বন্ধ হয়ে গেছে চোখের দুই দীপশিখা।
বাবার চোখে জল, কিন্তু কথা নেই আর,
হাত দুটি ছেড়ে চলে গেলেন যে পার,
চাঁদের আলোয় ধুয়ে মুখ, কপালে তিলকের চাঁদ।
হায় রে, কী নিষ্ঠুর বিধি! কে বাঁধে মৃত্যুর বাঁধ?