বৃষ্টি প্রহার করে হলদে ট্যাক্সি,
প্রতিটি ফোঁটা এক ক্ষুদ্র ঝাঁঝরির ধ্বনি।
হঠাৎ, এক নারী লাল শাড়িতে,
চোখ বর্ষার মেঘের মতো, আমায় ডাক দিল।
তার হাসি, বাতাসের ঘণ্টার সুরের মতো, বাতাস ভরে দিল।
'কোথায় যাবেন, ম্যাডাম?' আমি জড়সড় হয়ে জিজ্ঞেস করলাম।
'চাঁদে,' সে বলল,এবং চোখ মারল।
ট্যাক্সি ঝাঁকুনি খেল, মাধ্যাকর্ষণকে অগ্রাহ্য করে।
বৃষ্টি প্রহার করে হলদে ট্যাক্সি,
প্রতিটি ফোঁটা এক ক্ষুদ্র ঝাঁঝরির ধ্বনি।