আমার মন খারাপ,
আমার মন খারাপ,
আমার মন খারাপ।
বলছি তো, আজ আমার মন খারাপ।


আকাশটা যেন কেমন মেঘলা,
বাতাসটা যেন কেমন ঠান্ডা,
চারপাশটা যেন কেমন নিস্তব্ধ,
আমার মনটা যেন কেমন ভারাক্রান্ত।


এমন কেন আজ আমার মন খারাপ?


কিছুই তো হয়নি আজ,
সবকিছু তো ঠিকঠাকই,
তবুও কেন এই অমনোযোগ,
এই বিষণ্ণতা, এই একাকিত্ব?


হয়তো কাল রাতে স্বপ্নটা ভালো ছিল না,
হয়তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে,
হয়তো ব্রেকফাস্টে পছন্দের খাবার ছিল না,
হয়তো...


কিন্তু না, এসব তো ছোটখাটো ব্যাপার,
এসবের জন্য তো মন খারাপ হওয়ার কথা নয়।


তাহলে কেন?


হয়তো মনের ভেতরেই কোথাও
কিছু একটা গোপন কষ্ট লুকিয়ে আছে,
যা আমি নিজেও জানি না।


হয়তো...


কিন্তু না, এসব ভাবনা তো আরও মন খারাপ করে,
এসব ভাবনা তো আরও বিষণ্ণ করে।


তাহলে কি করবো?


কিছুই করার নেই,
শুধু অপেক্ষা করতে হবে,
যতক্ষণ না এই মন খারাপের ভাবটা চলে যায়।


হয়তো...


কিন্তু না, অপেক্ষা করা তো আরও কঠিন,
অপেক্ষা করা তো আরও একাকী করে।


তাহলে কি করবো?


কিছুই করার নেই,
শুধু এই মন খারাপের ভাবটাকেই
নীরবে সহ্য করতে হবে।


হয়তো...


কিন্তু না, সহ্য করা তো আরও যন্ত্রণাদায়ক,
সহ্য করা তো আরও ভারাক্রান্ত করে।


তাহলে কি করবো?


কিছুই করার নেই,
শুধু এই মন খারাপের ভাবটাকেই
মেনে নিতে হবে।


হয়তো...


হ্যাঁ, হয়তো এটাই একমাত্র উপায়,
এটাই একমাত্র সমাধান।


মন খারাপ,
মন খারাপ,
মন খারাপ।


এই ভাবটা চলে যাবে না হয়তো,
থাকবে হয়তো সারাজীবন,
তবুও...


তবুও এটাকেই মেনে নিতে হবে,
এটাকেই বরণ করতে হবে,
এটাকেই ভালোবাসতে হবে।


হয়তো...


হ্যাঁ, হয়তো এটাই একমাত্র উপায়,
এটাই একমাত্র সমাধান।


মন খারাপ,
মন খারাপ,
মন খারাপ।