কবিতা লেখা খুবই কঠিন কাজ Iশুনেছি ￰হাতেখড়িতে I নিজেও বুঝেছি, বুঝতে পারছি  হাড়ে হাড়ে I তাই হয়তো লেখাও আমার হাতেগুনাI এই হাতে গুনা কবিতা গুলি আক্ষরিক কিনা, আদৌ কবিতা হয়ে ওঠেছে কিনা তা কেবল ই পাঠক বিচার্য I তবে লেখা নিয়ে আমি বরাবর ই আত্মবিশ্বাসী I প্রিমেডিটেটিভ -পূর্বনির্ধারিত , সচেতন মনে পঞ্জীভূত করে রাখা কিছু কথা  ইনিয়ে বিনিয়ে লেখা, শব্দে শব্দে পাটিগণিত কষা , 'কবিতা লিখতেই হবে' এমন বাধ্যবাধকতা, পরবর্তী 'সংখ্যা'র জন্য তাড়াহুড়া এমন উদ্দেশ্যপ্রণোদিত  মনোভাব নিয়ে লেখা অথবা রহস্যময় কোনো প্রাপ্তির লোভে কলম চুঁয়ে লালাক্ষরণ হলে তা আর যাইহোক কবিতা হয়ে ওঠেনা I তবু ও অধ্যবসায় জারি রাখতে হয় I তা দোষের নয় বরং প্রশংসার I যা একান্তেই বেশি ফলপ্রসূ I প্রবল অধ্যবসায়  ছাড়া যেকোনো কলা ই রপ্ত করা কল্পনাতীত তা গান ই হোক বা পেইন্টিং কিংবা হোক কবিতা I রেয়াজ অনিবার্য I সব স্রষ্টা ই সেই পথে হেঁটেছেন , হাঁটছেন এবং হাঁটতে বাধ্য I প্রতিনিয়ত রেওয়াজই গড়ে দিতে পারে পারফেকশনের মূল ভিত I কবির বয়স , অভিজ্ঞতা, পান্ডিত্য অথবা পুরস্কার কোনোটাই কবিত্ব ও কবিতার আকাশে ফ্যাক্টর নয় এবং হতেও পারেনা I উত্তরণমুখী,আত্মবিশ্বাসী প্রকৃত কবিতাই শেষ কথা I যা পাঠক কে  সাসপেন্সে রেখে, আলো আঁধারীতে রেখে, হৃদয় স্পর্শ করে উপর থেকে নিচে বার বার পাঠ করতে বাধ্য করায় এবং করে যাবে  এক বছর একশবছর  এক হাজার বছর I