মাইকে ভেসে আসা সোরগোল
পড়ন্ত বিকেল, রঞ্জিত কথামিছিল
হাততালি--


ঘরে বৃদ্ধা মা, ভেসে ওঠা মুখ
প্রিয়তমা ও ক্ষুধা ;
আমার সীমাবদ্ধ লক্ষণ রেখা I
যেখানে  অঙ্কুরিত হতে পারে না
অভিপ্রেত কোনো ঘুমন্ত বীজ I