যৌথকাব্য
_______লেখক ™ মায়াবীনি পিংকু, রংতুলি, মুহাম্মদ তোফায়েল হোসেন মুকুল, খান জাহান √


আমাদের অন্তরে যন্ত্রণার জাল বুনেছে কষ্টেরা
একদিন নিরুদ্দেশ হয়ে যাবো কাউকে কিছু বলবো না,
বুকে চাপা কষ্ট, নিটোল দুটি চোখের পাতায় বেঁধে
পথ হারা পথিক হয়ে হারিয়ে যাবো অনেক দূর দেশে…………।


বুকে তুষের আগুন জ্বেলে দারুণ অভিমান নিয়ে
দীর্ঘশ্বাস আর কান্নাগুলো গোপন পাঁজরে রেখে,
তোমাদের আনন্দ সুখে আর কোনোদিন ভাগীদার হবোনা
ব্যথা দিয়েছো যত আরো দাও তবু কাউকে কিছু বলবোনা,
পৃথিবীটা তোমাদের থাক আমরা না হয় ভুল করেই এসেছি পথ ভুলে
তোমাদের আপন ভেবেছি কিন্তু সেতো ছিলো ভুল তাই যাচ্ছি মোরা চলে……।


দিগন্তের ওপারে তবুও তোমাদের অপেক্ষার প্রহর গুনে গুনে
এঁকে যাবো স্বপ্ন প্রাসাদ মনের রংতুলিতে সাতরঙা সাজে,
ভুল ভাঙাতে আসবে যেদিন বহুদূর পথ ঘুরে ঘুরে
লাজুক মুখে চাতকের মতো চেয়ে রবো তোমাদের আগমনী পথে,
অবশেষে সন্ধ্যাকালে মোমবাতি জ্বেলে আলো আঁধারীর খেলায়
বিরহ ভুলায়ে দিও কাছে ডেকে নিও আমাদের, তোমাদের আঙিনায়………।


যদি চলে যেতেই হয় তবে কখনও ফিরে আসবোনা আর
তোমাদের ঐ ইট কংক্রিটের শহরে পথিকের মতো স্বপ্ন বুনতে
কষ্টে আছি কষ্টে থাকি জানতে চেওনা না কেমন আছি
তবে জেনে রেখো আজ তোমাদের ছেড়ে সত্যিই আমরা ভাল আছি,
ক্ষনিকের পথিক হয়ে এসেছি তোমাদের মাঝে,
সময় হয়েছে এবার চলে যাওয়ার,
একদিন নিরুদ্দেশে যাবো কাউকে কিছু বলবো না আর……………………..।