আমি কবি নই,
আমি তোমার আত্মার আলিঙ্গনের
সাথে গাঁথা এ্যালবাম,
কল্পনার এসে লুকোচুরি খেলা ছবি
স্বপ্নের মায়াজালে দীর্ঘদিন বন্দি থাকা
অজানা অচেনা সুদর্শন যুবক।
আলেয়ার ছায়াতে যাকে
খুঁজে খুঁজে হন্যে তুমি,
ব্যাকুল হয়েছে তোমার স্নিগ্ধ হৃদয় ।


আমি কবি নই,
প্রেমে পরেছি বলে আবেগের ভাষায়
কিছু কথামালা গুছিয়ে লেখার বায়না ধরি,
নীরব অন্তরে নতুন নতুন অক্ষরের ফুল ফুটিয়ে
তোমায় মুগ্ধ করার চেষ্টা করি।
ফ্যাকাসে না বলতে পেরে
দক্ষিণের বাতায়ন খুলে
আনমনে হয়ে দূর দিগন্তে চেয়ে থাকি ।


আমি কবি নই,
তবে কবিতা পড়েতে বা আবৃতি শুন্তে ভালোবাসি
অনুভূতির প্রবলতায় আমি ক্লান্ত হই,
শূন্যতা বুকে বর কোরে স্রোতের টানে
হারিয়ে যেতে ইচ্ছে করে তোমার মাঝে,  
কবিতার প্রতিটি শব্দ বর্ণনা দেয় জীবনের
কবিতাকে ভালোবাসি বলেই তো
তোমায় হারানোর ভয় জাগে ।


আমি কবি নই,
একলা গোধূলি বেলায় মেঠোপথে চলা পথিক
একাকী প্রকৃতি সৃজন সাথে কথাবলা পাখি,
চারদিকে সবুজ অরুণ প্রশান্তি আঁখি,  
পদচিন্হ এঁকে রাখা নানান প্রজাতি
যাদের সাথে আমি প্রতিদিন খালা করি
প্রকৃতি্র রুপ রহস্য ঘিরে সাজানো
রঙধনুর সৌন্দের্যের প্রকৃতি ।


আমি কবি নই, আমি শুধু পাঠক
বিচ্ছেদরজনীর যাত্রী বিচ্ছিন্ন শৈশব,
সম্পর্ক বিহঙ্গের পক্ষধ্বনিতে
বিশাল বেদনার চিত্র নির্মাণ করি..................?  


________মায়াবিনী________