মধ্যরাতে ল্যাম্পপোষ্টের নিচে দাঁড়িয়ে থেকে
ঝিঁঝি পোকার শব্দ শুনতে শুনতে কান ঝালাপালা।
হঠাৎ এক দমকা হাওয়া এসে,
লন্ডভন্ড করে দিল চারিপাশ;
ঝিঁঝি পোকার শব্দ এখন আর শুনতে পাইনা।
আলো অন্ধকার হয়তো তাদের ভালো লাগেনা,
নয়তো এমন নিস্তব্ধ নিসঙ্গ হোলো কি করে।


কাপুরুষোচিত মনমানসিকতা তোমার,
তুমি কাপুরুষের দলে ভিড়ে;
আঘাত পর আঘাত করে মর্মাহত করেছ,
কবির নিষ্পাপ প্রষ্ফুটিত প্রাণ।
তবুও ক্ষুব্ধ তুমি, তোমার ঐ পাষণ্ড হ্নদয়,
আর কতটুকু তাচ্ছিল্য করলে
পদ লোভী লভ্যাংশ নির্মুল হবে।


ভেবেচিন্তে দেখ প্রবাহমান নদীর স্রোত
উল্টো পথে ঘুরতে যানে,
যান্ত্রিক বাহনে আজ তুমি
একাকীত্ব জীবন জাপন করছ;
চলার পথে ফুলকে কাঁটা ভেবে
অশ্রুজলে শত্রুকে বন্ধুত্বের ঠাঁই দিয়েছ।


তার পরেও কি বলবে
আমি কংবা আমরা বিশ্বাস ঘাতক। .
কে বিশ্বাস ঘাতক কে স্বার্থপর. কে হিংসুটে;
তা নির্ধারণ করবে
এই সমাজ এই জাতি এই ইতিহাস,
প্রিয় বন্ধুদের ত্যাগীত্ব করে;
সুখস্মৃতি খুঁজে পাওনি পেয়েছ শুধু যন্ত্রণা।


________মায়াবিনী________