জানি না কবিতা না থাকলে
পৃথিবীর আর কী
এত সুন্দর ও ছন্দময় হত,


জানি না কবিতা না থাকলে
অনুভূতি-স্নিগ্ধ
ছন্দোবদ্ধ তনু-শ্রী দান
কি বাভে করা হত,


জানি না কবিতা না থাকলে
কোথায় চন্দ্রপ্রভার রূপ
এতো আত্মত্যাগ কী
শব্দে গাঁথা হত,


জানি না কবিতা না থাকলে
কোথায় তুষার
ঝরার শব্দগুলো জমা
করে রাখা হত,


জানি না কবিতা না থাকলে
অনুপ্রেরণার অনুভূতি কবিতাই
একসময় আমার বা অন্যর
মনের ভাষার রুপ নেয়া হত,


জানি কবিতা কবিতা না থাকলে
আদিযোগের তনমন
প্রেম-ভালবাসার সতেজ সুর
শতাব্দী কাব্যবিকীরণ সাহায্যপ্রাপ্ত হত,


জানি কবিতা না থাকলে
বিশেষ সূত্রকে অবলম্বন করে কবির
আনন্দ-বেদনা যখন প্রকাশের পথ পেতো
তখনই কবিতার জন্ম হত,


জানি না কবিতা না থাকলে
আর কী দিয়ে
তোমার-আমার কথাগুলো
গানের সুরে বাঁধা হত,


♥♣♥¤═══¤۩۞۩ஜমায়াবিনীরஜ۩۞۩¤═══¤♥♣♥