জীবন সমুদ্রের মধ্যলগনে, নিমগ্ন আমি স্মৃতিচারণে
মোর স্মৃতিতে একটি নাম উদ্ভাসিত হইতেছে প্রতিক্ষণে;
মোর পিতৃনাম-মোর গর্ব, মোর অহংকার এ জীবনে,
ইহাতে নিমগ্ন থাকিতে চাহি আমি মনে প্রানে ।
রক্ষক পদে অধিষ্ঠিত ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ পিতা মোর
তাঁর-ই অমৃতমন্ত্রে আলোকিত আমি জীবনভর;
সেই মন্ত্র রক্ষা করিতেছে মোরে বারংবার
ভুল করিয়াও ভুল হইতে দেয় না মোরে একটিবার  ॥


সাদা-কালো, ভুল-ঠিক বিচার এ জীবনে কঠিন-ও বড়
পিতৃদেব দিয়াছে শিক্ষা মোরে করিয়া সহজতর,
সেই শিক্ষা সদা প্রসংশিত বিশ্বদরবারে
গর্বে আপ্লুপ্ত হই আমি তাই বারে বারে  ।
দিতে চাহিয়াছো মোরে এক উচ্চাসন
তারিলাগি করিয়াছো রিক্ত তব বক্ষাসন,
আপন কষ্ট সহিয়া করিয়াছো মোর সাধপুরণ
তব দুটি হাতে জড়াইয়া রাখিয়াছো মোরে সর্বক্ষন  ॥


তব অমোঘ বানী দিয়াছে মোরে এক অজানা সন্ধান
তাহা পুঁজি করিয়া বারিয়াছে মোর প্রাসাদ-সম জ্ঞান;
বিশ্বদরবারে আমি তাই আজি তব প্রতিধ্বনী
সকলে মোন দিয়ে শুনে সর্বদা মোর ওষ্ঠে উচ্চারিত তব বানী ।
রণে , বনে , জলে , স্থলে শিক্ষা যত আছে
শিখাইতে চাহিয়াছো মোরে যাহা রহিয়াছে তব কাছে;
শিখিয়া ধন্য হইয়াছে মোর এ জীবন
বারে বারে তাই তোমা পানে ধায় মোর এ দুটি নয়ন  ॥


বিবাহসুত্রে পড়িল বাধা মোর পিতৃবন্ধন
হইলাম বহুদুর , ছাড়িলাম তব অঙ্গন ,
করিতে চাহনি মোরে তোমা থেকে পর
সমাজের রীতিতে বাধা পড়িল তব অন্তর ।
সেই দিন সেই ক্ষন আজ-ও মনে পড়ে
তব অশ্রুসিক্ত আঁখি- দুখানি উদ্ভাসিত হইতেছে বারে বারে  ;
মোন প্রান এক করে করিয়াছো মোরে বড়
শিকড় ছিড়িবার ব্যাথা করিতেছে তাই তোমায় কাতর আর-ও ॥


দুর হইয়াও হইনি তো দুর তোমা থেকে আর
লইয়া আসিয়াছি তোমার-ই দেয় শিক্ষা সঙ্গে আমার;
চাহিয়াছি  তব প্রখর-ও বুদ্ধি মোর কাছে বাধিয়া রাখার
কতটুকু সংগ্রহ করিতে পারিয়াছি জানা নেই তা আমার  ।
তব বানী "শেষের শেষ কথা বলিও না"
"ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না",
এমনি কত শিক্ষা করিয়াছে আপন -ও নির্ভরশীল মোরে
যাহা তুমি চাহিয়াছিলে দিনে দিনে বারে-বারে  ॥


তব অপার করুনা আলোকিত করিয়াছে মোর ছেলেবেলা
স্মৃতিবিজরিত হইয়া উঠিয়াছে এ যৌবন ভেলা;
গর্বিত আপ্লুপ্ত আমি পরিয়া তব আশিষ চুম্বন মালা
শুরু করিতে হইবে যে এবার  রৃণ শোধ করিবার পালা ।
চিরাচরিত কাল জানায় মোরে পিতৃরৃণ যে শোধ করিবার নয়
কালের বেড়াজালে আমি-ও তার ব্যাতিক্রম নয় ;
তবু মনে বারংবার সাধ  হয় শোধ করিবার
পিতা যে দিয়াছে মোরে সবটুকু- যা ছিল তাঁর  ॥


প্রতিনিয়ত খুঁটি নাটি কত কিছু শিখি আজ -ও তোমা কাছে
দূরাভাষ যন্ত্র মোরে সঙ্গ দিতেছে এ কাজে - সর্বদা সাথে পাছে,
লোক সমক্ষে বলো তুমি তব গর্ব মোরে ঘিরে আছে
শুনিয়া মোর দুখানি নয়ন বারিধারায় সিক্ত হইতেছে ।
বাবা তুমি অনেক বড় মোর কাছে সর্গসম
তোমার -ই দানে ধন্য হইয়াছে এ জীবন-ও মম,
তোমার দেয় শিক্ষা যত আছে, মোর কাছে তাহা ছত্রসম
বলিতেছি বারে বারে তাই তোমারে চাহি পিত্রাসনে জন্মজন্ম  ॥